অ্যন্ড্রয়েড ফোন আমাদের জীবনের একটি বড় অংশ হয়ে গেছে। তাই আমি আপনাদের সবার জন্য একটি টিপস নিয়ে হাজির হয়েছি। আমার আজকের টিপসটি হচ্ছে কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে ভালো রাখবেন।
১. ফোনে নিয়োমিত চার্জ করুন। ২০% চার্জ নিচে আসলে চার্জ করুন। এতে ফোনের ব্যাটারী ভালো থাকবে।
২. ফোনে একসাথে একাধিক ডাউনলোড দিবেন না। এতে করে ফোনের ধারন ক্ষমতা র্রাশ পাবে।
৩. ফোন চার্জে বসিয়ে নেট ব্যবহার করা থেকে বিরত থাকবেন।
৪. একসাথে একাধিক সাউন্ডপ্লেয়ার ব্যবহার করবেন না।
৫. অপ্রয়োজনীয় অ্যাপস ইনষ্টল করা করবেন না।
Advertisements
Add comment