নেপালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে ৫১ যাত্রী নিহত হয়। এদের শনাক্ত হওয়া লাশগুলো হলো- চীনের নাগরিক জং মিং, বাংলাদেশি অনিরুদ্ধ জামান, তাহিরা তানভিন শশী রেজা, মেহেনাজ বিন নাসির, মো. রকিবুল হাসান, মো. মতিউর রহমান, মো. রফিকুজ্জামান, আকতারা বেগম, মো. ইমরান হাসান, তামারা প্রিয়ন্ময়ী, এসএম মাহমুদুর রহমান, বিলকিস আরা ও বিমানের পাইলট আবিদ সুলতান, পৃথুলা রশিদ ও খাজা সাইফুল্লাহ।
নেপালের নাগরিকদের মধ্যে রয়েছেন শিলা বাজগাইন, প্রসন্ন পান্ডে, আলজিনা বড়াল, বাল কৃষ্ণ থপা, হরি শঙ্কর পদেল, প্রবিন চিত্রকর, সঞ্জয় মহরজান, গাইনি কুমারি গুরাং, মিলি মহরজান, রামিমা লিহানি।
Advertisements
Add comment